ও চাঁদিনী ও চাঁদিনী আয় না
আমার ভাঙ্গা ঘরে আয় না
তুই ছাড়া মন যে গান গায় না
আমার মন যে গান গায় না।
আমার ঘরটি রেখে আঁধারে
আমি ঘুরে বেড়াই বন-বাদাড়ে।
ও চাঁদিনী ও চাঁদিনী
আজো কাউকে যে বাহুডোরে বাঁধিনি
তোকে ছাড়া কাউকেই এভাবে সাধিনি।
ও চাঁদিনী ও চাঁদিনী
তোরে যে জনম জনম চিনি।
তোর দেশে আমায় নেবে নি?
আয় এলো চুলে বেঁধে দেই বেণী।
আমি নই তো খারাপ
আমার ঘরে এলে কেউ বলবে না কলঙ্কিনী
আয়, আয় না ও চাঁদিনী।
কখনো কাউকেই ফুল দেইনি
তোকে দেবো এনেছি গোলাপ, কামিনী।
আয় চাঁদিনী, আয় চাঁদিনী
তোর হাতভরে দেই রেশমি চুড়ি
বাজাস রিনিঝিনি!
ও চাঁদিনী, ও চাঁদিনী
তোরে দেবো মিরপুরের “বেনারসি” কিনি।
তোরে না দেখলে মন যে গান গায় না
তাই দেখি হতে ঘায়না, হতে চায়না!
ও চাঁদিনী, ও চাঁদিনী
তুই যখন মেঘের আড়ালে মুখটি লুকাস
তখন বুঝি কাঁদিনি?