আগুন রাঙা ফাগুনে বসন্ত এলো দুয়ারে
সখা সখী তোরা আয় গো বরণ করি তারে
মন রাঙে নেই রঙ বাহারী বাসন্তী রঙে।।
বসন্তের মৃদুমন্দ হাওয়া লাগিয়ে গায়
আয় আয় জড়ো হই ঐ কৃষ্ণচূড়ার ছায়
গাই গান সুললিত সুরে কোকিলের সঙ্গে।।
সখী গো খোঁপায় বিঁধো পলাশ শিমুল ফুল
বাজায়ে বাজায়ে ঢাক ঢোল সখা তোরা দুল্
ষোড়শী পড়শী নাচো তাতা থৈ থৈ নানা ঢঙে।।
উড়ায়ে উড়ায়ে বধূ তোর শাড়ির আঁচল
রাঙা পায় হেলে দুলে চপল চপল চল্
ফুলবাগে যত ফুল ফুটেছে পরে নে অঙ্গে।।
শাখে শাখে ফুলে ফুলে মুকুলে মুকুলে আজ
হরষে সরসে প্রাণ খুলে হাসে ঋতুরাজ
রেশ ছড়ায়ে গড়ায়ে যায় শ্যামশোভা বঙ্গে।।