এল সবুজ-শ্যামল ভূমে বরষা
কেটে গেল গগনের ফরসা।
আজ মন খুলে কবো কথা
বরষারও সঙ্গে বরষারও সঙ্গে
মেঘের ডানায় ভর করে
ঘুরবো সারা বঙ্গে সারা বঙ্গে।
মনে ছিল বড় আশা রে
বরষা আসবে এই আষাঢ়ে।
বরষা এলে বরষা এলে
আনন্দ খেলে সারা অঙ্গে।
মনে ছিল বড় আশা রে
অবশেষে এলে বরষা রে।
বিলে-ঝিলে বাদল-বরষা মিলে
নাচে নানা ঢঙে নানা ঢঙে।
আষাঢ়ে কদম গাছে
ফুটেছে ঐ কদম ফুল
ফুল গেঁথে দেবো গেঁথে দেবো
খোঁপা বাঁধ রে এলো চুল।
বরষা এলে মান ভাঙ্গালে
মন রাঙালে প্রাণ রাঙালে
রঙধনুর সাত রঙে সাত রঙে।