বন্ধু তুমি থাকো
আমার কাছ থেকে অনেক দূরে,
তবু যে দেখা হয় তোমার সাথে
আমার মনের মোড়ে।
কখনো তুমি লিখনি আমার কাছে চিঠি,
তারপরও পাই
তোমার খবর খুঁটিনাটি।
বন্ধু তুমি নীলপরিদের দেশে থেকে
জানি আমার খবর রাখো হাওয়ায় ভেসে ভেসে,
ভালো থেকো বন্ধু
সময় কাটুক তোমার হেসে হেসে।