আসছে পহেলা বৈশাখে
তোফা বাবুর বিড়াল পুষি
পান্তা খাবে ইলিশ খাবে
নাচবে যেমন ইচ্ছে খুশি।
মেলায় হলে বানর খেলা
বিড়াল পুষি যাবে সেজে
আলতা পায়ে নূপুর পায়ে
ওড়নাটা পেচিয়ে লেজে।
ধেড়ে ইঁদুরটা সঙ্গে যাবে
বন্ধু বেশে করে গলাগলি
তাদের বিরল দোস্তি দেখে
যে যাই করুক বলাবলি।