বিড়াল ছানা বিড়াল ছানা ম্যাও
ডাকছে খোকন শুনতে কী পাও?
শুনতে পেলে একটু শুনে যাও
যা তুমি চাও খোকন দেবে ফাউ।
ঘুরতে যাবে দূরের কোন গাঁও
যেথায় আছে সবুজ পাতা ঝাউ?
চড়তে চাইলে চড়বে ডিঙি নাও
নদীর পাড়ে লাফায় বেঙের ছাও।
ঝাড়ে ঝাড়ে ঝুলে কচি কচি লাউ
রুই মাথা দিয়ে পেট ভরে খাও।
স্কুলে যেতে চাইলে, পারবে তাও
শুনতে পেলে এক্ষুণি সাড়া দাও।