অমন কেন রে তুই ও মন
যে তর ভিতর বসত করে
তুই যে তারেই চিনিস না!
সে তর কাজেই সদা ব্যাস্ত
ও মন তর ভিতরে
সেই জন্যও তুই হইলি না
ও মন গর্বিত রে
না চিনলে তারে নিস চিনে
কথায় নিস না দুঃখ কিনে
না রে চড়া মূল্যে কিনিস না
যে তর ভিতর বসত করে
সে যে সাধারণ জিনিস না।।