ঐ চেনা-জানা মেঠোপথে
আর হয় না যাওয়া-আসা
দেখা হয় না গাছের ডালে
বাবুই পাখিদের বাসা।
শীত সকালে যে পথ থাকে
কুয়াশার চাদরে ঢাকা
হাঁটা হয়নি বহুদিন সে পথে
যে পথটা আঁকাবাঁকা।
পথে হেঁটে-হেঁটে হয়না গল্প
বন্ধুদের সাথে মন খুলে
দেখা হয় না সে সব ফুল
কাছে ডাকে যেসব বনফুলে।