আমি এক অকুল দরিয়া বাসী
আছি আশা ধরিয়া ধরিয়া ভাসি
বানিয়ে আশার ভেলা
কুল খুঁজে যায় বেলা
দরিয়া তার কোল দিয়েছে পেতে
তবু কুল দেয় না যে খুঁজে পেতে
দরিয়া যে মা সমান
কোলে বসে আশমান
আমি এই দরিয়াই ভালোবাসি
আমি আশা ধরিয়া ধরিয়া হাসি।