উৎসর্গঃ শ্রদ্ধেয় কবি শ.ম. শহীদ ভাইকে
ওরে মনমনা
হেথা-হোথা করে আনাগোনা
ব্যাকুল হয়ে খুঁজিস তাঁরে
নদ-নদীর ঐ পাড়ে পাড়ে
তোর কাছাকাছি রয় সে যে
নিত্যদিনই নব বরটি সেজে
কান পাতিলে ওরে মনমনা
তাঁর পদ শব্দ যায় রে শোনা।
ব্যাকুল হয়ে খুঁজিস তাঁরে
খুঁজিস তাঁরে বৃহৎ দ্বারে দ্বারে
খুঁজিস তাঁরে মরুভূমে
চন্দ্র তারায় কিংবা রোমে
জলনিধির অথই জলে
বনজঙ্গলে স্থলে স্থলে
এতো খুঁজেও ওরে মনমনা
পাইলে না তাঁর ঠিকানা।
সে যে বাস করে হাড়ে হাড়ে
চলে সকলের বসে ঘাড়ে
খুঁজিস তাঁরে পাহাড় চূড়ায়
মাঠে মাঠে চড়ে ঘোড়ায়
তবু তাঁরে পাইলে না ওরে মনমনা
সে যে আপন মনে বাজায় ঝনঝনা।
সে তো রয় তোর দোরগোড়া
তায় বসেই রঙিন ফানুস উড়ায়
মনোযোগে খুঁজলে তাঁরে
সে কইবেই কথা মন ইথারে
ওরে আমার মনমনা
সে যে সকলেরই আপন জনা।