আমারও একটা বাবা ছিলো
আজ নেই আজ নেই
হঠাৎ একদিন হারিয়ে গেছে
ফিরেনি গেল যে সেই।
বাবার কিসের ছিল
এতো তাড়া এতো তাড়া?
বাবা কিসের মোহে
হলো মায়ার সংসার ছাড়া?
অবুঝ মন চোখ বুজে
বাবাকে এদিক ওদিক খুঁজে।
ছুটি বামে ছুটি ডাইনে
তবু তারে পাইনে পাইনে
খুঁজে হারাই না তবুও খেই।