আমার কিছু ইচ্ছে ছিল
ইচ্ছেদের ছিল ইচ্ছে নদী
সেই নদীতে ইচ্ছে মত
কাটতো সাঁতার নিরবধি।
ছিল এক ইচ্ছে আকাশ
ইচ্ছে মত মেলতো ডানা
ছিল ইচ্ছে খেলার মাঠ
ইচ্ছে যত খেলতো টানা।
ইচ্ছেদের রাখতে চাইলে
ছাড়া আহার-নীড়-বসনে
তাই মানে-অভিমানে গেল
আমায় ছেড়েই নির্বাসনে!!