ওরে ঐ আকাশ ভরে
তারা উঠলো তারা উঠলো।
আবেশে তারার দেশে
মন ছুটলো মন ছুটলো।
মন তোর বহু বন্ধু
বুঝি জুটলো বুঝি জুটলো?
পলকে পুলকে প্রাণে
হাসি ফুটলো হাসি ফুটলো।
বন্ধু দর্শনে স্পর্শনে
ঘুম টুটলো ঘুম টুটলো।
খাসা ভালবাসা যতো
ঠোঁট খুঁটলো ঠোঁট খুঁটলো।
তারা দেশে যতো মজা
মন লুঠলো মন লুঠলো।