খাবার যখনই জুটে যা
সন্তানকে খাইয়ে দেয় মা।
ভাঙ্গছে চার দেয়াল তালা
ঐ কারও বীরাঙ্গনা খালা।
আছে যার অনেক গুণ
সে হয় যে কারও বোন।
পর্বতশৃঙ্গে উঠছে যে বেয়ে
সেও হয় যে কারও মেয়ে।
যে করছে সেবা দিয়ে ঋণী
সেও কারও জীবন সঙ্গিনী।
ঐ যাঁরা আসছে লাঠি নাড়ি
এঁরাই হলো আজকের নারী।