আজকে তোমার শুভ জন্মদিনে
জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
শুভ জন্মদিন শুভ জন্মদিন
তোমার মুখে মাখি ফুল চন্দন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন
এই দিনেই এসেছো রঙিন ভবে
শুভ জন্মদিন শুভ জন্মদিন
হৃষ্টচিত্তে বরণ করেছি সবে।
শুভ জন্মদিন শুভ জন্মদিন
এই দিনে নিয়েছো পৃথিবী চিনে
শুভ জন্মদিন শুভ জন্মদিন
সবার মন কিনেছো মুদ্রা বিনে।
শুভ জন্মদিন শুভ জন্মদিন
তোমার গলে দেই প্রীতির পুঁতি
শুভ জন্মদিন শুভ জন্মদিন
সারা গায়ে মাখো তুমি বিদ্যা দ্যুতি।
শুভ জন্মদিন শুভ জন্মদিন
জন্মদিনটা আসুক ফিরে ফিরে
শুভ জন্মদিন শুভ জন্মদিন
মাথা উঁচাও কোটি জনের ভিড়ে।
শুভ জন্মদিন শুভ জন্মদিন
চেনো জগতের যা আছে অচিন
শুভ জন্মদিন শুভ জন্মদিন
বাজাও প্রাণে প্রাণে শান্তির বীণ।