অঘ্রান রাত ঘুমোয় পল্লী গাঁ
নিশির কালো কেশ বেয়ে মাঠে-ঘাটে পড়ে শিশির
লাউ কুমড়ো ধুন্দুল ঝুলে আছে ঝাড়ে
তণ্ডুল ছড়ায় ঘ্রাণ
বিলে-ঝিলে অতিথিপাখিদের কলরব
হিজল-করচ ডালে ডালে বক-পানকৌড়ি
দূরে কোন এক পর্ণকুটিরে জ্বলে কুপিবাতি
তারা-চাঁন ম্লান
নিশাচর পেঁচা ঊষালগ্নের আশায় চেয়ে আছে পূরবে
শিকারের জন্য সে উড়বে...