ও পাখি একটা গান শুনিয়ে যা
যা তুই একটা গান শুনিয়ে যা।
আজ তোর গানেরই টানে
দেখ্ জড়ো হয়েছে উঠানে
বিবি ভাইঝি দিদা ভাগনী ঝি জা।
সহোদরা পারুল বকুল
তোর গান শুনতে ব্যাকুল
যা না যা একটা গান শুনিয়ে যা।
ওহে গানেরই অহ ঘ্রাণ
স্নিগ্ধ হোক এ প্রাণ ও প্রাণ
নিয়ে যা বদলে যা খুশি নিয়ে যা
যা যা যা একটা গান শুনিয়ে যা।