আসি পৃথিবীর বন্ধুরা
আবার দেখা  হবে
অন্য নামে , অন্য দেশে
কিয়াল সিন্ বা জোয়ান হয়ে
অন্য  বিপ্লবের ময়দানে ।

আজ স্বাধীনতার যুদ্ধে
বন্দুকের ক্ষমতার সাথে
মুষ্টিবদ্ধ হাতের লড়াইয়ে
জয়ী ক্ষণজন্মা  বুলেট,
কালো রাস্তায় রক্তস্নান।

বন্ধুরা এবার পথে নামো
বিপ্লব আসুক আমার দেশে
মৃত্যুভয় ছুড়ে ফেলে
সব  মুষ্টিবদ্ধ হাত এক হয়ে
কেড়ে নাও বন্দুকের ক্ষমতা ।

রক্ত ঝরুক, প্রাণ যাক
পরাধীনতার  মুক্তি হোক
ফিরিয়ে দাও,ফিরিয়ে আনো
স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র
মানুষের আমৃত্যু অধিকার ।


বিপ্লব জয়ী হবে, জয়ী হলে
শেষ অনুরোধ সবার কাছে
সব মুষ্টিবদ্ধ হাত এক হয়ে
আমার কবরের মাটিতে
একটু স্বাধীনতা মিশিয়ে দিও ।।

উৎসর্গ : শহীদ মা কয়াল সিন্ (এঞ্জেল ),মায়ানামার ,পৃথিবী।