পরাজয় জীবনের ক্ষুদ্র অধ্যায়
জীবন যুদ্ধে অদৃশ্য শত্রূ ,অজস্র লড়াই
পরাজিত হলে ,মত বদলাও
জীবনে অনুতাপ ,শান্তির বারিধারা
যেভাবে পাখির ওম ,প্রাণের জন্ম দেয়।
হৃদয়ের কাছে গিয়ে দাঁড়াও
দূরত্ব কমিয়ে ,নৈকট্য বাড়াও
ব্যথার সান্ত্বনার প্রলেপ দাও
নীরবে মনের কথা বলো
স্বজনের ভালোবাসা ,যুদ্ধে জয়ী হয় ।
তুমি ভগীরথ ,পথ বদলাও
সুযোগের লাগাম হাতে নিয়ে
আলোর পথে পা মেলাও
পরাজয় ,বিজয়ী হওয়ার মন্ত্র
ইতিহাস বিজয়ীদের উপাখ্যান।।