একলা ঘরে, একলা থাকি
তোমার ছবি, তোমার কথা, সাজিয়ে রাখি
নিজের তরে, নিজের তরে।
যখন তুমি কাব্য করে কথা বলো
নিজের মত ভালোবাসো,সঙ্গপনে
হৃদয় পোড়ে, হৃদয় পোড়ে।
হৃদয় পোড়ে, দারুন জ্বরে
স্বপ্নগুলোও সাথে পোড়ে
একলা ঘরে, একলা ঘরে।
রোদের ভিতর আজকে যখন
একলা হাঁটি তুমি বিহীন, অন্ধকারে
মনখারাপের কুয়াশা ছিঁড়ে
শীতকাতুরে শহরটাকে জাপটে ধরি
একার তরে, একার তরে।
তবু তোমায় ভালোবাসি, ভালোবাসি
নিঃস্ব করে, নিঃস্ব করে।।