সেদিন হঠাৎ শীতল ভোরে
আচম্বিতে দরজা খুলে দেখি
কপাট ধরে দাঁড়িয়ে আছে শিশু
ধুলো বালিতে দেহ মাখামাখি
প্রশ্ন আসে ,প্রশ্ন করি
তুমি মুক্তি ? মুক্তি এলে নাকি ?
অন্ধ দেশের ,বন্ধা রাজা
গুদাম বন্দি রাশি অন্ন
আকাশে জুড়ে ক্ষুধার গন্ধ
দেশে দুর্ভিক্ষের বঞ্চনা ।
তামাম প্রজা মুক্ত খোঁজে
প্রভু ,লাঘব করো যন্ত্রনা ।
তবু ,মনের খাঁচায় স্বপ্ন বাঁচে
ফুটপাথেতে মানুষ জাগে
অনঙ্গ দেশ,উলঙ্গ প্রজা ।
নিস্তব্ধ সুশীল সমাজ
নিস্তব্ধ মানবাধিকার
তাসের দেশে সব টেক্কা মৃত
বাকিরা,গোলাম ষোলো আনা ।
মুক্ত বাতাস বলে চুপি চুপি
কপাট ধরে দাঁড়িয়ে আছে
মুক্তিদাতা ,তোমার প্রতিবেশী ।
দুহাতে তোমায় আগলে ধরি
আজ মুক্ত হবে সমাজ ,দেশ
আজ মুক্ত হবে প্রজা ,রাজা
আজ মুক্তিদাতা , আমার প্রতিবেশী।।