যখন কোনোও মতের মিল হয়না,
বাক্য বিবাদ আকাশ বাতাস ছোঁয়
তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ।
ব্যার্থ কাদা ছোড়াছুড়ি ,কষ্ট দু'পক্ষের !
আর তুমুল লড়াই মনে মনে।

আমিই সব জানি,আমিই ঠিক
অহংকার আর আমিত্ব দিয়ে
সম্পর্ক, মন কিছুই পাওয়া যায় না।
পেনের খোঁচায় সম্পর্ক ভাঙতে নয়
অপত্য স্নেহের্ ভাগ বাটোয়ারা নয়
একসাথে হাত ধরে চলাই জীবন।

আমরা কেউ নিখাদ সোনা নই
সবার মধ্যেই ভুল লুকিয়ে আছে
ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে
সময় আছে, সন্ধি করে নাও।
ভালোবাসায় সব পাওয়া যায়।

একদিন ভিড়ের মধ্যে দাঁড়িয়েও
একা লাগবে,বড় একা লাগবে।
বয়স বাড়বে, তত ক্ষমতা কমবে
আত্মীয় স্বজনরা ক্রমশ দূরে যাবে
বন্ধুদের পথ হবে নিজ ঘরমুখী
প্রিয়জনরা,হবেন ঈশ্বরমুখী ।

এমন কত কিছু ঘটে,আগামীতেও ঘটবে
খারাপ সময় পার করাই অভিজ্ঞতা !
অভিজ্ঞতাই জন্ম দেয় সহনশীল মানুষ।
সেই মানুষ, জীবনের চোখে চোখ রেখে
অনায়াসে সম্পর্ক ও মন দুইই জয় করে।