কিছু শেষ হওয়া রাতে
কবিতার লেখার ফাঁকে
তোকেই ভালোবাসতে পারি।
কিছু মাটি মাখা পথে
কানা দামোদরের বাঁকে
আমাদের ছোট বাড়ি।।

কিছু গন্ধ মাখা স্মৃতি
মুখে  চোখে  লেগে
যেন জীবনের আঘ্রান।
কিছু মান অভিমান
অনেক দুঃখ, অপমান
সয়ে যায় মন প্রাণ।।

কিছু রয়ে যাওয়া কথা
ঠোঁটের কোনায় জমা 
নীরবে ও নিভৃতে।
কিছু  সুগভীর ব্যাথা
টুপ টাপ ঝরে  পরে 
এক জীবনের শীতে।।

কিছু কবি কবি ভাব
আঁতেলের জল ছাপ
কুনাট্যে, কুরঙ্গে ভরা।
কিছু আমি লিখে যাই 
শুধু তোমাদের কথা 
জীবনের ছড়া ।।