দিব্য কেমন বেঁচে আছি
একবার এসে দেখ
শিরে তাজ নেই,
হাতে কাজ নেই
ঘর গেছে শিশিরে ভিজে।
চাইনা তোমার ছোঁয়া
স্বপ্নেও অথবা ভুলে
তুলে নিও লাল গোলাপ
কুড়িয়ে নিও শিউলি
রং নেই ঘাস ফুলে।
দলে চলে যেও
সয়ে নেবো সেও
মাটির গন্ধ মেখে
হৃদয়ের যত ,ব্যাথা আছে
লাল পলাশের কাছে রেখে।