আস্তে আস্তে এগিয়ে আসে
বুড়ো সমুদ্রের পুরানো ঢেউ
বিবর্ণ বালু তট, শীর্ণ ঝাউগাছ
একটা বিরাট পাশার ছক।
অসম্পূর্ণ আবছা ক্যানভাস
জিততে গেলে বাজি রাখতে হবে।
জীবনে, মরণের বাজি
একটা সচল হৃদপিণ্ড চাই।
পাঁজরের পলেস্তরা খসে পড়েছে
শিরা,ধমনী আজ বটের ঝুরি
এই ধংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও
হৃৎপিণ্ডটা ছকের পাশে রাখলাম।
চাল দিয়েই দিলাম, ভালোবাসার
এবার তোমার পালা, তোমার চাল ।।