আরো একজন মৃত্যু মিছিলে
নয় নয় করেও ,নয় জন
এবার তো কিছু একটা লিখুন
কিছু একটা কবিতা, শ্রীকবি!
ওখানে হাতে ত্রিশূল ছিল
এখানে পেট্রোলে আগুন।
সুমন কবির,কাফি না গেয়ে
অন্তত,কণ্ঠ ছাড়ুন জোরে।
প্রসন্ন বাবু ক্যানভাসে আঁকুন
পোড়া মানুষের কয়লার কোলাজ ।
সব মহানায়ক,মহানায়িকার লিখুন
নীল পাখির বুকে, প্রতিবাদ ছত্র।
অন্তত একটা মোমবাতি মিছিল করে
মিছিল নগরীর লাল রাজপথে
একবার জোর গলায় বলুন।
অর্ধমৃত শিশু,নারী, পুরুষ দের
পেট্রল দিয়ে পোড়ানো অপরাধ
প্রতিবাদ করছি, প্রতিবাদ করছি।
এতদিন এতশত প্রতিবাদ করে
সব সম্মান, সব পদ হজম করে
আজ প্রতিবাদী মুখে ব্যাস্ততার কুলুপ।
মন,মেরুদণ্ড,মনন, বিবেক
সব কি বিক্রি আঁচলের তলায়?
সত্যি সততা, কি বিচিত্র এই বঙ্গ।
ওহে, বিক্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবী
যদি পুড়ে যাওয়া মাংসপিণ্ড দেখে
মুখে, কলমে কথা না ফোটে।
তাহলে ভুয়ো প্রতিবাদী অভিনয়,
আর জ্ঞান বিক্রি বন্ধ করে
চির বধির ,চির নীরব হও।।