ভাবি নতুন কিছু করি
যেটা আমি মনেমনে ভাবি।
কাজে লাগেনা মন
আছে মনের মধ্যে ভাঙন।
ভাবি নতুন করে সবকিছু শুরু করি
কিন্তু শুরুর সময় অন্য পথ ধরি।
ভাবি আজই থেকে হবে শুরু
শুরুর সময়-মন যে উড়ু উড়ু।
মনেহয় সব কিছুই সম্ভব
করার সময় অনেক কিছুই অসম্ভব।
সম্ভব-অসম্ভবের মধ্যে পড়ে থাকে মন
তখন মনে হয় দরকার এবার ভ্রমণ।
মনেহয় মনের মধ্যে রাখতে হবে স্থিরতা
কাজের সময় যায় যে হারিয়ে দৃঢ়টা।
ভাবি শুরু কবে থেকে হবে?
মনেহয় সবই কালকে থেকে হবে।
কাজের থেকে বুঝতে যায় বেশি
যার জন্যে কাজের থেকে বেকাজ হয় বেশি।
এভাবেই বয়ে যায় জীবন
আর এতেই অসন্তুষ্টির মধ্যেও সন্তুষ্ট মন।