বিবাদ করে বন্ধ করেছি দ্বার,
গোপন করেছি বুকের স্পন্দনে,
সচেতন মনে স্মরণ করিনি আর|
আমি চাই না কোনো যুক্তি দিয়ে ছিন্ন করে রক্তপাত,
দিয়েছি তাকে মুক্তি;
অবচেতন মনের দিঘিতে ডুবিয়ে দিলেম আমার অনুভূতি|
তবু শান্ত জলস্তর স্পন্দিত হয়ে ওঠে মাঝে মাঝে;
সহসা ব্যাকুল হয়ে আশ্রয় খোঁজে,
ব্যথিত হৃদয় তারে সান্ত্বনা দেয় স্মৃতিরোমন্থনে|