এখন এইতো রাত পোহাবে
বিবদমান বিশৃঙ্খলার ভেতরে
রক্তের আল্পনা আঁকা
প্রতিদিন অসংখ্য মানুষের পরাজয়
প্রতিদিন অসংখ্য যুদ্ধের গর্জন
শক্তিমান আর অর্থলোভীর বেঘোর উল্লাস আমার কান অবধি পৌঁছুতেই এক ধ্রুব নক্ষত্রের পতন
আর পতনের প্রতীক্ষায় নিঃশব্দে লাইনে দাঁড়ানো প্রতিটা হাত
প্রতিটা হাতের মুঠোয় ছোট ছোট সাপ।
এই মাত্র একজন পরাজিত মানুষের প্রতিবিম্ব ভেসে উঠলো,
এই মাত্র শব্দ করে চিৎকার করে উঠলো সর্পদেবী,
এইমাত্র আকাশ থেকে পড়লো বাংলার ইতিহাস।
আমি বাংলার মুখ,
আমি বাংলার জনগণ,
আমি জানি বিচ্ছিন্ন, দুর্বোধ্য দালালের জয়োন্মত্ত তাড়না কী করে পাল্টে দেয় ভগবানের দিনলিপি।

২৯/১১/২০১৭
নাওজোর, গাজীপুর।