আমার এখন অনেক জ্বালা বুকের ভেতর,
উলোট পালোট হিসেব খাতায় বালুর নহর,
জমতে থাকা ক্ষোভের পাহাড় অনেক কিছু
আমার এখন শূন্য লাগে সকল কিছু।

গেলো বছর যা হারালো তার বেদনা
যে বেদনায় পাথর বলে আর কেঁদোনা
সে বেদনায় তোমার আমার পিণ্ড পুড়ে
ছাই হলো সব কীর্তিকলাপ বছর জুড়ে।

নতুন একটা হিসেবে আছে এ বছরের শুরুতে
খুন্তি খোঁচার দাগ দিয়েছো যে শিশুটির ঊরু তে
পিঠের পরে মানচিত্রে তোমার হাতের রেখা যে
কেমনে বলো ভুলতে পারি এত্তো কিছু চোখ বুঁজে?

হিসেব নেবো কড়ায় গণ্ডায় এমন যারা হুঙ্কারে
রাষ্ট্রটারে সেঁধিয়ে নিলে অমানিশার বাঙ্কারে
তাদের প্রতি হুঁশিয়ারি নীল নকশা করবা না
নতুন দিনের রাজনীতিটা তোমরা কি আর ধরবা না?

আমার এখন অনেক জ্বালা ভাল্লাগে না কোন কিছুই
ভাল্লাগে না রাজনীতি আর ভাল্লাগে না কোন ইস্যুই
আমার কিছুই ভাল্লাগে না কারণ তোমরা মুখোশে
নিত্যদিনই মরছোরে ভাই আত্মা রেখে উপোসে।

১৬।৩।২৫
গাজীপুর।