(উৎসর্গ: ক্ষণজন্মা কবি নটরাজ অধিকারীকে)

অনেকবার চোখের জল মাটিতে পড়ে
গিয়ে স্বচ্ছ আয়না হয়ে গেছে,
মাঝে মাঝে কাঁদতে কাঁদতে যে আয়না
দেখাতো জলে ভেজা নীল চোখ,
আজ সেখানে অভিমানের বদলে জমা
হয়েছে তোমাকে হারানোর শোক|