বিষাদে ছেয়ে গেছে মন বন্দরের ঘাঁটি
পূবে না পশ্চিমে কোন দিকে যে হাঁটি
আমি জানি না পথের দিশা ও ভাই
আমারে দেখাবে পথ কেউতো নাই।

এখানে বিভক্তির নানান পথে ঠাসা
বাম ডান উঁচু নিচু মধ্য পথের ভাষা
আমি বুঝি না মানুষের মতিগতি মন
এখানে থেমে আছে কালের বিবর্তন।

এমনতো কথা ছিলো না প্রিয় চাষা
এতো লাল এতো রক্তের পিপাসা
এতো প্রাণের লুটিয়ে পড়া শেষে
আমাদের সব অর্জন যাবে ভেসে?

এই কি তবে বলো লাল স্বাধীনতা
একাত্তর মুছে দেবার হীন এক কথা
কিভাবে উঠে বলো আমার এ দেশে
এতো ত্যাগ এতো রক্ত বৃথাই গেছে?

২৬।৩।২৫