আমরা আসতে চাইনি
আমাদেরকে আনা হয়েছে।
বাবা চেয়েছে নাকি প্রথম মা চেয়েছিলো
নাকি পৃথিবীই আমাদের চেয়েছিলো জানি না।

আমরা এসেছি,
আমরা এই বিকলাঙ্গ শহরে এসে
প্রথমেই চিৎকার করেছি
আমরা জানান দিতে চেয়েছিলাম
তোমাদের ভেতর আমরাই উত্তম হয়ে এসেছি
যদিও আবার বলছি আমরা আসতে চাইনি।

আমাদের আগমন নিয়ে তোমাদের উল্লাস ছিলো,
আমরা জানতাম তোমরা প্রতারক
আমরা জানতাম তোমরা হন্তারক
আমরা জানতাম তোমাদের নিঃসৃত লালা থেকে জন্মায় লাভা
আমাদেরকে এনে তোমরা লাভায় ছেড়ে দিয়েছো
আমাদেরকে পুড়িয়ে তোমরা উল্লাস করেছো
আমাদেরকে উলঙ্গ নৃত্যের তাল শিখিয়ে তোমরা সভ্যতার শিকল ছিঁড়েছো।

আমরা আসতে চাইনি
আমরা আসতেই চাইনি
তবুও তোমাদের ফাঁদে আমরা পা দিয়েছি।
দুঃখ জরাগ্রস্ত ক্লিষ্ট মানবতা আমরাতো কখনো চাইনি।

১২/১০/২০২১ খ্রিস্টাব্দ