সেই মনে পড়ে কি তোমার
কুয়াশায় ডাকা সোনালি আভা
ধানের দু-পাশে পড়ে সরু পথটার কথা ?
তুমি একেলা হাঁটছিলে সরু পথে
কী যেন শুধু ভেবে সেইদিনি যেন
প্রথম দেখেছিলাম তোমাকে আপন হৃদয়ে ।
স্নিগ্ধ শীতল হাওয়ায় জুড়ালো যেন প্রাণ
রিক্ত কুয়াশায় সিক্ত দূর্বাগুলো গেয়েছিল গান ।
তোমার পায়ের পরসে শিশির ফুটা ঝরেছে
ধুলোকণা উড়েছে বাতাসে__
ধানগুলো খেলেছে ঢেউ এমন তো আর নেই কেউ
তোমার মতন__
ভালোবেসে পাড়াবে হাত নেই কভু কপোপাত
রাখবে করে যতন ।
বাহুতে ছিল কারন দেখেছিলাম তোমার মন
ভালোবাসায় পরিপূর্ণ ছিল তখন__
বাতাসে দুলছিল বেশ তোমাকে দেখাচ্ছিলো বেশ
প্রকৃতি কন্যার মতন ।