জানো!
খুব বিষণ্ণতা লাগে আজকাল ।
হৃদয়ের সব মলিন স্বপ্নগুলো যেন__
পুড়ে হয়েছে খার খার ।
অলিন্দ নিলয়ের অবারিত শত নৃত্য সব
যেন থেমে থেমে যাচ্ছে,
শত বাধা-বিঘ্ন-ক্লেশ যেন আমাকে দমাচ্ছে!

জানো!
শত কণ্টকিত কথকতা জ্বালাচ্ছে দুঃসহ দহনে
তীব্র বিমুখতা সব ভাসাচ্ছে রিক্ততার নির্গমনে!
কত শত লাঞ্ছনা___
ক্ষীন দুর্বলতা হয়ে করছে আঙ্গিলন
কত শত অশ্রুজলধারা ঝরেছে কপোলে
ঝরিয়েছে সব নিঠুর মানবমন ।

কাল্পনায় পরাবাস্তবতায় নয়, বাস্তবেই বলছি
শত দুর্গম দ্বারে দ্বারে ব্যথিত হৃদয়ে চলছি
উপেক্ষিত অভিমুখে এসে দেখছি
অজস্র ক্ষীনের দুস্তর পারাপার ।

আর নয় কন্দ্রন, চলো করি গর্জন
দিবো পাড়ি ধরিবো হাল
উপেক্ষিত হয়ে থেকেছি এতকাল!

হুও দুর্জয় !
রটাবো বৈষম্যের অক্ষিকূলের ভয়
দিবো পাড়ি ধরিবো হাল
উপেক্ষিত হয়ে থেকেছি এতকাল!

হুও দুর্জয় !
রটাবো বৈষম্যের অক্ষিকূলের ভয়
ছিনাবো জয়
বৈষম্যহীন শোভন এক সমাজের ।

১৪ই এপ্রিল ২০২৩ ইং
কেশবপুর, ময়মনসিংহ