আজ লিখবো কিছু কথা একটু মায়ার ছন্দে
ভ্রমর কেন আসে মিষ্টি ফুলের গন্ধে ।
নদী কেন ছুটে চলে সাগরের ঠিকানায়
প্রকৃতি কেন সাজে অপরূপ মায়াবতায় ।
গাছে কেন ফুটে ফুল ফল ফলাতে
জলরাশি কেন জাগে চাঁদের আলোতে ।
সূর্য কেন উঠে রোজ পুবের আকাশে
গাছপালা কেন সাড়া মেলে কোমল বাতাসে ।
পাখি কেন ডাকে নদী কেন বাঁকে
ঝরনা কেন ঝরে বৃষ্টি কেন পড়ে
দিন কেন কাঁটে রাত কেন হয়
আলো কেন হারায় আধার কেন আসে
তবে কি তারা সকলে সকলকে ভালোবাসে
নাকি ভালো লাগে, নাকি মায়া আছে ?
যদি ভালো লেগে থাকে ভালোবাসা হয়
সময়ের সাথে যদি এসব স্বাভাবিক রয়
তবে তো আমারো ভালো লাগতে পারে
ভালোবাসতে পারি আমিও তোমাকে ।