পৃথিবীর এই আলপনা আঁকা পথে
জানিনা কতদিন আছি রিক্ততার সাথে
শত ধূসরতার মাঝে আজ অবশেষে
অধমের মতো পৃথিবীকে ভালোবাসে
মানবের মায়ায় গোধলীর ছায়ায়
নিজেকে জড়িয়েছি প্রসণ্নতার হাওয়ায়।
রহস্যভরা আলোর সহোদর অন্ধকারে
ক্ষণিক আভাসের মৃত্যুর ব্যথিত স্বরে
যাব যখন চলে এই পৃথিবী ছেড়ে
হৃদয়ের শব্দহীন বেদনার পরে
নীলাভ শূন্য আকাশ রবে কী তাকিয়ে
বিদিশার নিশায় কুয়াশার ঠিকানায় ।
আমার এ হৃদয় পৃথিবী থেকে চলে গেলে
দুলবে নাকি লতাপাতা হেলে আর দুলে
খরস্রোতা নদীর সেই অমৃত সুর
শুনবে নাকি কেউ আর প্রতিদিন ভোরে
দিগন্ত প্লাবিত মাঠে পড়বে নাকি রোদ
শীতের সিক্ত চারু কুয়াশা ফুটায় ।
থাকবেনা কিছুই থেমে চলবে অনবরত
সভ্যতার পর সভ্যতা এসে গড়বে শুধু যত।