আমি হারাতে চাই, আমা হতে দূরে
নিঃসঙ্গতা আর একাকীত্বের কোমল ছায়ায়;
অভিমানে নয়, করতে নিজেকে যাচাই!
বুঝে নিতে চাই সব বাসনার অপ্রাপ্তির হিসেব।
আমি হারাতে চাই, ফিরে আসার প্রবল নেশায়।
আচমকা, আকাশের বিদ্যুতের খেলার মতন-
জ্বলে ওঠে নিভে যেতে চাই,দেখিয়ে পথ;
যে অভাগীর লুণ্ঠনের দীপ নিভেছিল উন্মাদ বাতাসে।
আজ সময় এসেছে হারিয়ে যাবার,
আমি হারাতে চাই, সবার মাঝে থাকবার তরে;
দেখতে চাই কোন হৃদয়ে ঝড় ওঠে-
আর কে ফেলে স্বস্তির নিঃশ্বাস!!!
আমি হারাতে চাই....
আমি চলে যেতে চাই লোকচক্ষুর অন্তরালে;
যেখানে নেই কোন প্রবঞ্চনা, আর থাকবেনা
বিষাক্ত নিঃশ্বাসের আগ্রাসী ভয়।
আমি হারাতে চাই, কালের স্রোতে হারাবার আগে;
ভেসে যাওয়া মূল্যহীন খড়কুটোর মতো নয়!
আচমকা হয়ে যেতে চাই নিঃশেষ;যেন থেকে যায়
সব প্রানে কিছু হারাবার অপূরণীয় রেশ।
আমি হারাব তাই আপন খেয়ালে
সব স্বাদ পুরাবার আগে,
পরিতৃপ্তির আকুল বাসনার মাঝে
খুঁজে নিবে আমায় তৃষ্ণার্ত সব প্রাণ, সেই প্রত্যাশায়।