আজো ভুলিনি তোমায়,
সব স্মৃতি আজো দিয়ে যায় হানা
হৃদয়ের বন্ধ কপাটে।
আমি শিউরে উঠি! ভয়ে কেঁপে কেঁপে
খুলে দিই বদ্ধ দুয়ার।
নেই...! নেই...! তুমি নেই...!
স্মৃতিরা আছে শুধু, আর আছে
মাতাল ভাবনার সব উচ্ছৃঙ্খল অপলাপ।
সময়ের স্রোতে ভেসে ভেসে
তুমি আজ কার খেয়া ঘাটে
ভিড়িয়েছ সেই ভালবাসবার তরী?
আরিফের কথা বলেছিলে কোন একদিন...
তবে কি সে-ই? আমার অদৃশ্য প্রতিদ্বন্দ্বী!
সময়টা আজ বড্ড খারাপ যাচ্ছে -
ফিরে পেতে চাই হারানো সেই দিনগুলি।
অভিনয়ের মুখোশটা আজ তবে দিই খুলে?
পহেলা এপ্রিলে আমি বোকা হইনি....
হয়েছিলাম আশ্চর্যান্বিত!
যে বুকে খুদাই করে লিখা ছিল শুধু
একটিই নাম, সেটি মুছে ফেলে নতুন কোন
নাম লিখতে পারো - জানা ছিল না।
বিনিময়েই শুধু ভালবাসতে পারো সেটাও
জানা ছিল না।
নিঃস্বার্থ ভালবাসা তবে কি বিলুপ্তপ্রায়?
তোমার বন্ধু সীমার কথাই সত্যি হল!
আমি ফিরে এসেছি, তবে বড্ড দেরি করে।
ভুলে গিয়ে নয়, অপেক্ষায় ছিলাম সময়ের;
হারাতে নয়, নতুন করে খুঁজে পেতে -
হয়েছিলাম উন্মূখ,পরিনামে বিশ্বাসের
আজ হয়েছে অকালমৃত্যু!
অপেক্ষার প্রহর হয়ছে দীর্ঘায়ত। আর
হারাবার শঙ্কা নিয়েছে ভয়াল রূপ।
অস্বীকার করি না, তুমি কড়া নেড়েছিলে,
আমার হৃদয়ের বদ্ধ কপাটে।
ফিরিয়ে দিতে কষ্ট কি কম হয়েছে আমার?
আমার ভাবনার ভুলে, বুঝতে হয়েছে গড়মিল।
অন্ধ বিশ্বাসের তাই আজ গুনছি মাশুল।
তবে ভুলে ভুলেই কেটে যাক এ বেলা।
সব স্বপ্নের মিছেমিছি জাল বুনে, আর
ফিরে আসবে তুমি, এটাই আমার অনন্ত প্রতীক্ষা।