নির্ঝরা এক ঝরনা হয়ে
বরিষ বারি মোর হিয়ার উপর;
আবেগের আজ বহিছে ধারা
বৃষ্টির ন্যায় টাপুরটুপুর।।
শানিত বাচনে করেছ ব্যাকুল,
উতলা মনে আজ শিহরণ জাগে
পেয়েছি শত আরাধনার ফুল
মনোহারিণী পদ্মরাগে।।
তবুও মিছে ভয়? বিষের নিনাদ
তুলেছে বিরহী সুর
যতই তোমাকে কাছে ভাবিতেছি
নিয়ে যায় তত দূর।।
আশাতে তাই বেঁধেছি বুক
যাতনা বিনে আসে কি সুখ?
তোমাকে পেতে হয়েছি উন্মুখ
স্বপ্নে বিভোর তাই আমারি দু'চোখ।
রাতের আধার যাক ঘুচে যাক
আসুক রঙ্গিন উষা
দুঃখ স্মৃতি যাক মিলিয়ে
পাখা মেলোক আশা।।