কালো আছে বলেই ধরায় ফুটছে রঙ্গিন আলো;
হোক না রঙ্গিন প্রজাপতি, কালো ভ্রমরই ভালো।
রঙ্গিন পাখার সকল কারু স্পর্শে হয় মলিন,
কালো ভ্রমরের পাকা কালো সদাই অমলিন।
প্রিয়ার চোখের কালো তারা, কালো ভ্রমরসম;
জোনাক আলো কম বা কিসে? চন্দ্রালোকই ভ্রম!
ক্ষনিক প্রভা,ধার করা রূপ, কিসে বাহাদুরি?
নিজ আলোয় যে মুগ্ধ করে,আছে কি তার জুড়ি?
বহির্রূপে মজবে কেন? খুঁ'জ অন্তর্রূপ-
হাতের নাগাল পাচ্ছ যাকে সে কি খারাপ খুব?
মনের মতো গড়লে সে-ই আঁধার রাতের 'দ্যুতি'!
সুপ্ত আবেগ, ভালবাসায় পড়বে না আর যতি।
স্বফেদ ত্বকে যায় কি আসে, না থাকলে সরল মন।
বাহির দেখে যায় কি চেনা, পর বা আপন জন?
বহুদেশের সিন্ধু-গিরি, দেখেছ করে ঘটা-
দেখলে না তো উঠোন কোনে দুর্বায় শিশির ফোঁটা।
হীন-ছোট, কালো-অধম তুচ্ছ কেন করো?
ক্ষনিক ধরায় আসলেই, কে- বা ছোট- বড়?
অনাগ্রহ আর অবহেলায় হারাও যদি কিছু-
সময় গেলে তা আর পাবে না, নাও যদিও পিছু।
দুঃখ ছাড়া সুখ কি আসে? কালো ছাড়া আলো?
মন্দ বিনা বুঝবে কিবা কেমনতর ভাল?
হিত-বিপরীত, ভাল- মন্দ একই সুতোয় গাঁথা;
সুখানুভব হয়না, যদি না পায় কভূ ব্যাথা।
দুঃখের ভেলায় চড়লে তবেই পাবে সুখের খোঁজ,
দুঃখের সমূল উৎপাটনে কুঠার হান রোজ।।