তোমায় নিয়ে লিখছি কবিতা, যদিও নই কবি
কৌতুহলের নেই অবসান, আঁকছি তোমার ছবি।
কেমন হবে চোঁখ দুটো, আর বাঁকা ঠোটের হাসি?
মনের মত গড়তে তোমায় খুব যে ভালবাসি।
লম্বা চুলের বেনুনি হায়! কোমর ছেড়ে দোলে,
ভরাট দেহে যৌবন যেন সমুদ্রে ঢেউ তোলে।
লাজুকতার লালচে আভা, চিবুক ছেয়ে রয়।
কমতি কোথাও হল কিনা আপন মনেই ভয়!
আকছি তোমায় রংতুলিতে হৃদয় ক্যানভাসেতে-
তোমার রুপের এত প্রভা ধরবে কি তাতে?
ছোট্ট হৃদয় গভীর আশায় আঁকছি তোমার ছবি,
রং ছড়িয়ে, মন জড়িয়ে শুধু তোমায় ভাবি।
সকাল -বিকাল রাত-দুপুরে নেইকো ভাবার শেষ।
কল্পনাতে আঁকা ছবি লাগছে এখন বেশ!