ছেঁড়া খাতার মলিন পংক্তিগুলোর
শত আবদারে আজ,ভাঙ্গা পেন্সিলের
গজিয়েছে নতুন দাঁত।
কবিতার ছন্দে তাই ঠাঁই পেয়েছে সেই অনাথ পংক্তিগুলো।
ব্যাকুলতা যত সব উছড়ে পড়েছে নিরবতায়,
অভিমানের খেয়া আজও ভাসছে তাই উদ্দেশ্যহীন!
দাঁড় ফেলে যে মাঝি গিয়েছিল চলে-
ফিরে এসে আজ সে-ই তুলবে কি হাল?
উড়িয়ে পাল, নিবে কি আমায় পাড়ে?
বঞ্চনার ঝড় আর সমালোচনার করাঘাত
তরীর করেছে এ কী হাল?
সবিস্ময়ে কপালে উঠে গেল চোখ!
তবুও জেগে আছে আশা, ঝেড়ে হতাশা-
আগামীর পথে করেছি নবযাত্রা;
সব অতীত ভুলে, বন্ধ দুয়ার খুলে বেরিয়ে আসার এই-যে মোক্ষম সময়।