অপরাজিতা!
-খুব বেশী এলোমেলো তুমি
-কি করো, না করো বুুঝি না
-ছেলেদের মত সব সময় শার্ট,প্যান্ট পরো!
-কিছু বললে কেবল হাসো!
-কি দরকার রিক্সার উপরে বসার?
-বাতাস কি খাবার জিনিস?
-অামি সত্যিই বুঝিনা, তুমি কোন মাটির তৈরি....
-এই সব ছাইপাশ কি খাও?
-দশটাকার চটপটি সাথে পাঁচ টাকার মরিচ!
-তোমার দুনিয়াতে কি ঝাঁল বলে কিছু নেই?
-সারা বিকেল ছেলেদের সাথে ক্রিকেট খেলো,লাফালাফি করো!
-তুমি কি ক্লান্ত হও না?
-এতো শব্দ করে না হাসলেই পারো!
-কি দরকার ছিলো ছেলেটাকে গালাগালি করার....
-সে তো বলেছিলো সরি?
-কি হলো!চুপ করে অাছো কেনো?
তুমি কি কিছু বলবে?
নাকি অামি চলে যাবো?
অপরাজিতা-
"অামি কি এতই খারাপ?
স্বভাব কিংবা
পরিবেশগত কারনে"?
-অপরাজিতা!
তোমার এটাই খারাপ
তুমি ভালোবাসো..
অামার শত বারণে"।
-অপরাজিতা!
তুমি পরাজিতা হয়ে থেকো
যেমনটা হয়ে থাকে রাত
-অপরাজিতা!
তুমি অামার হয়ে থেকো
দূর অাকাশের বুঁকে যেমন চাঁদ।
-অপরাজিতা!
প্লিজ কান্না ঝেড়ে ফেলো
অশ্রু মুঁছে শক্ত হয়ে দাঁড়াও
-অপরাজিতা!
অামায় তোমার করে রেখো
ভুলেও যদি বাস্তবতায় হারাও