অপেক্ষা!
এক মুঠ বাদাম আর রং চা নিয়ে
বসে আছি ঘন্টা তিনেক হবে।
শহীদ মিনারে।
গরমে পাঞ্জাবী আধভেজা
তবু তুমি এলে এলে করে এলে না।

দূরে কয়েকটা বেদের মেয়ে।
আমাকে দেখে হাসছে।
চুলে বিলি দিচ্ছে।
ওদের চোখেও অপেক্ষা!
যদি কেউ আসে,পাশে বসে!
বিশটাকার কমে তো ছাড়বেই না।

পাশের গাছতলায় মহাজ্ঞানী জ্যোতিষী  
পাঁচ টাকায় হাত দেখছে।
বরই অদ্ভুত?
যাদের হাত নেই,
তাদের কি ভাগ্য বলে কিছু নেই?
নাকি যাদের,আমার মত
হাত কপাল দুটাই আছে
তারাই আশায় বুক বেঁধে অপেক্ষা করে?