তুই আমার লক্ষ্মী পেঁচা হবি?
যতন করে রাখবো তোকে ঘরে,
ক্ষণে,ক্ষণে দেখবি তুই আমায়,
মেঘ হবি তুই, যে মেঘ বৃষ্টি নামায়।
শীতল হবে উষ্ণ মরুর বুক,আর
শিরায় শিরায় বইবে অলিক সুখ।
মনের পাতায় আকঁবো তোর ছবি,
তুই আমার লক্ষী পেঁচা হবি?
তুই যেমনটা অল্পভাষী ছিলি,
স্বল্প কথায় মুখ ফিরিয়ে নিতি
অভিমানের দিন গুলিতে বেশ!
কোলে রেখে হাত বুলিয়ে দিতি।
চুলের প্রতি ভাঁজে ভাঁজে আঙ্গুল
খেলতো আদর তিন মোহনার বুক
জোয়ার,ভাটা,হাজার ক্ষরায় দিতি
খুব পুরোনো হাজার কালের সুখ।