তুমি দেরি করে এসেছিলেম বলে
আমি দাবি করলাম এক সিন্ধু চুম্বন
হিমালয় থেকে মহালয়া পর্যন্ত প্রতীক্ষার পর,
তুমি এসেছিলে জৈষ্ঠের মেঘের মতন
ঠোঁটে রোদ নিয়ে ভেসে ছিলে আমাতে,
আমিও কাছে ছিলাম,মিশে ছিলাম তোমাতে।
দেখা মাত্রই শীতল হয়েছিল উষ্ণ মরু
দু ফোঁটা বৃষ্টির পর,চাতক যেমন হাসে,
আমিও হেসেছিলাম,ভালবেসেছিলাম বলে।
চাবুকের আঘাত যতটা গাড় হয়
ততোটা গাড় এ ভালোবাসা,
বারিয়ে দেয়া গোলাপের আঁটি
সাথে কিছু মিছে আশা।
তুমি আর আমিতে তফাৎ এতোটুকুই
রাত আর দিনের মিলন যেমন সন্ধ্যা!
তুমি আমার জীবনে অমূল্য, অমৃত
ছিটা জলে বাঁচিয়ে রাখা,রজনীগন্ধা!