এক খানা পত্র দিয়ো!
যতন করিয়া,হাতে লিখিয়া,
রঙিন পাতার ভাঁজে ভাঁজে,
সুগন্ধি কাগজে খবর নিও
এক খানা পত্র দিয়ো...
সকাল হলে বকুল তলায়,
শিশির রোদের মিলন বেলায়,
মালা না হয় অামার হয়ে,
খোঁপার ভাঁজে গুঁজিয়ে নিও
এক খানা পত্র দিয়ো
চেপ্টা গোলাপ বইয়ের পাতায়,
হাজার কথা জীবন খাতায়,
স্বপ্নে যদি দেখো অামায়,
ছবির সাথে মিলিয়ে নিও
এক খানা পত্র দিয়ো
দুপুর বেলা ঘুম না পেলে,
চুল শুঁকাতে ছাদে এলে,
মেঘের কাছে চুপি চুপি,
না হয় অামার খবর নিও
এক খানা পত্র দিয়ো...
হঠাৎ বিষণ কান্না পেলে,
জানলা খুলে দু হাত মেলে,
অশ্রু জলে না হয় প্রিয়,
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিও
এক খানা পত্র দিয়ো,
এক খানা পত্র দিয়ো.....