আমি কবিতা পড়তে
গান শুনতে খুবই ভালো বাসি
কষ্ট গুলো ভুলে থাকতে
গান শুনি একটু বেশি ।
.
গুণিজনদের নিয়ে লিখলাম বলে
ঈশ্বর আমায় ক্ষমা করুন
এখানে  Funny শিং এর বিরোধী যারা
তারাই শুধু পড়ুন ।
.
গানের সেই সুর ও ছন্দ পাচ্ছি আর কই?
গানের মাঝে চিৎকার আর হই চই  
এখন গান আছে সুর নেই
ভাষা আছে মানে নেই ।
.
কোথা থেকে যে উঠে এলো
এই শিং গুলো
এদের জ্বালায় দেখছি
দিতে হবে কানে তুলো :-) :-D
.
শুনতে যদি না চাও তুমি,
তবুও শুনতে হবে
নিস্তার নেই মাইকের থেকে,
কোথায় তুমি পালাবে ?
.
সামনে আবার আসছে পূজো
পূজোর নামে হবে মাইক পূজো
উপায় শুধু একটাই headphoneতে ভালো গান খোঁজো ।
.
দোষ কিন্তু এদের নয়
এ হল সমাজের অবক্ষয়
.
থাকতে কি পারবে এরা আজীবন
সঙ্গীত প্রেমীদের মনে
পরবর্তীতে গাইবে কি লোকে
এদের গান আনমনে ?
.
বছর কয়েক আগেও ফাটতো কান
যখন গাইত হিমেশ
মাত্র কিছুদিন চলার পর
তার এখন বাজার শেষ :-P :-D
.
আমাদের দেশে হবে আবার কবে সেইসব গান
যেইসব গান শুনলে পরে জুড়বে মন ও প্রান ;-)
.
এখনো কিছু গান হয় যেগুলো মন ছুঁয়ে যায়
তবে সেগুলো যথেষ্ট নয় মাত্র ৫% হায়!!!..
সন্তু