অসম্ভব আগুন লেগেছে চারিদিকে
অসম্ভব আগুন
আমিতো এক মুঠি শুধু এ অাকাশে
তবু আগুন চারিদিকে অসম্ভব আগুন
জ্বলে যায় সারাদেহ জ্বলে অঙ্গ প্রতিরাতে
সামান্য ধীরে চলো ধীরে সামান্য
গুনে গুনে প্রতিটি হৃদ স্পন্দনে
এ দেশ এ সমাজ এ মানুষ এ মানুষের বুক
কেঁপে ওঠে ঘাতে প্রতিঘাতে
আকাশের সেথে পথ হেঁটে দেখ সে দেখতে শেখাবে,
পথের সাথে পথ হেঁটে দেখ
সে চলতে শেখাবে
শিশুর সাথে পথ হেঁটে দেখ সে হাঁসতে শেখাবে,দেশের সাথে পথ হেঁটে দেখ
সে বাঁচতে শেখাবে
তোমাই জন্য মাতা তোমার প্রতি
বাঁচতে শিখতে চাওয়া